(BCS,IBA,MBA, BIBM-MBM ,DU-EMBA ,GMAT,GRE ,ভর্তি প্রস্তুতির ছাড়াও যে কোন প্রতিয়োগিতামূলক পরীক্ষার প্রস্ততির জন্য
ডাউনলোড করে দেখুন । ▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬
বই গুলো দেখার পর আপনি "অসাধারন" কথাটা বলতে বাধ্য হবেন । কারন এই বই গুলো বাজারের কোন বইয়ের সাথে মিল নাই।এখানে শুধু ইম্পরট্যান্ট অংক গুলো দেওয়া আছে। আপনি মনে মনে যেভাবে নোট করতে চেয়েছিলেন , বইটা ঠিক সেইভাবেই তৈরি করা হয়েছে।
এই বইগুলোতে প্রশ্নের স্বাভাবিক নিয়মে সমাধান ও পাশাপাশি শর্ট কার্ট নিয়মও দেওয়া আছে।এবং সূত্র গুলোর মনে রাখার টেকনিক দেওয়া আছে। এখন যে কোন জটিল অংক আপনি খুব সহজেই বুঝতে পারবেন এবং মনে রাখতে পারবেন।
বিনা পয়াসার বইয়ের জন্য এত অ্যাড করা লাগেনা তবু আমি করছি কারন আমি মানুষের উপকারের জন্যই চাকরি -বাকরি বাদ দিয়ে এত কষ্ট করে বইটা তৈরি করেছি ........এখন মানুষ যদি ডাউনলোডই না করে তাহলে সে উপকৃত হবে কিভাবে।
যে কোণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে অংক গুলো আসে তা মোটামুটি সহজ অর্থাৎ স্কুল লেভেলের , কিন্তু এই অংক গুলো সমাধানের জন্য অধিকাংশের কমপক্ষে ৩ থেকে ৫ মিনিট সময় লাগবে। কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেই অংক করারা জন্য আপনি সময় পাবেন মাত্র ৩৬ সেকেন্ড (প্রশ্ন পড়াসহ)। এখন এই অল্প সময়ে অংক সমাধানের জন্য নিজস্ব কোন শর্টকাট টেকনিক ফলো করতে হবে। না হয় সেই সব অংক নির্দিষ্ট সময়ের মধ্যে করা প্রায় অসম্ভব। অংক প্র্যাকটিস করতে করতে যে কেউ কোন না কোন ফর্মুলা বের করতে পারবেন , কিন্তু আমাদের এই ব্যাস্ত জিবনে সেই সব ফর্মুলা বের করার মত সময় কই? তাই সেই সব ব্যাস্ত মানুষের জন্য আমার এই বই।
নোটঃ যে কোন Critical অংক সমাধান দেখলে পারা যায় , কিন্তু পরীক্ষার হলে পারা যায় না , তাই যাদি এই সকল সূত্রগুলো পারেন,তবে পরিক্ষার হলে ইনশাল্লাহ আপনাকে কোন সমস্যায় পড়তে হবে না।
তবে অংকের ক্ষেত্রে প্র্যাকটিসের বিকল্প কিছু নাই । তাই এখান থেকে নিয়ম বা ফর্মুলা গুলো মুখস্থ করে S@ifur`s জব গাইড থেকে বিভিন্ন ব্যাংকের প্রশ্ন গুলো সমাধান করতে থাকুন ...... তাহলে চাকরীর পরীক্ষায় আপনাকে আর কেউ আটকাতে পারবে না ।
ভাই যাদের জানার আগ্রহ আছে তারাই শুধু এই বই গুলো ডাউনলোড করুন ...
তাছাড়া ই-বুক কখনো অকাজে যায় না ...কোন না কোন সময় কাজে লাগে ...
তাই সংগ্রহে রেখে দিন কখন কার কাজে লেগে যাবে বলা তো যায় না ...
ভাই কত আজাইরা ফাইলই তো প্রতিদিন ডাউনলোড করছেন ... কয়টা কাজে লাগে চিন্তা করুন তো ...
কিন্তু ই-বুক আপনার সারা জীবন কাজে লাগবে .........
সবার কাছে একটাই অনুরোধ থাকবে, বইগুলো না পড়ে কোন কমেন্ট করবেন না ।
আর এই বই গুলো যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যয় আপনার ফেসবুকে শেয়ার করবেন , এতে করে আপনার বন্ধুদেরও উপকারে আসবে ।
✩✫✬✭★✩✫✬✭★✩✫✬✭★✩✫✬✭★
ই-বুক পাড়ার জন্য প্রয়োজনীয় টিপস ও সবচেয়ে ভালো ই-বুক রিড়ার এবং rar ফাইল ওপেন করার জন্য সব সফটওয়্যার পোস্টের নিচের দিকে দেওয়া আছে………
✩✫✬✭★✩✫✬✭★✩✫✬✭★✩✫✬✭★
অথবা নিচে লাইভ দেখে স্বিদ্বান্ত নিন ডাউনলোড করবেন কিনা ..................
Math Shortcut Techniques And Formulas
✬✩গুগল ড্রাইভ ডাউনলোড লিংকঃ
✬✩ড্রপবক্স ডাউনলোড লিংকঃ
✬ ShortCut Arithmetic Techniques(update) .pdf 11.68 MB*****************************************************************
Another Math Short-cut Book
মোহাম্মদ আরিফুর রহমানের Short Cut Math এর সম্পর্কে তেমন কিছুই বলার নাই। যাদের কাছে বইটি আছে তারা ভাল করেই জানেন, ম্যাথের Preparation সহজে নিতে গেলে এ বইটি পথপ্রদর্শক হিসেবে অতুলনীয়। বইটি কিনে নিয়ে Practice করলেই ভাল। কিন্তু যাদের কাছে এই মুহুর্তে নেই তারা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন। বইটি (42 MB) জিপ করা।
************************************************************
nice
ReplyDelete