২৭৬ জন ক্যাশ অফিসার পদে আগ্রণী ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি


২৭৬ জন ক্যাশ অফিসার পদে আগ্রণী ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশকালঃ ২১.৬.২০১৬
আবেদনের লিঙ্কঃ https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
আবেদনের শেষ তারিখঃ ১১.৭.২০১৬ 

 ২৭৬জন অফিসার (ক্যাশ) নিয়োগ দেবে অগ্রণী ব্যাংক
অগ্রণী ব্যাংক লিমিটেড-এ ‘অফিসার (ক্যাশ)’ এর ২৭৬ (দুইশত ছিয়াত্তর)টি শূন্য পদে নিয়োগের নিমিত্তে প্যানেল প্রস্তুতির জন্য নিম্নবর্ণিত শর্তাধীনে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আগামী ২১/০৬/২০১৬ তারিখ থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ 

শিক্ষাগত যোগ্যতা :
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নুন্যতম ২য় শ্রেণীর (সমমানের সিজিপিএ সহ) স্নাতক ডিগ্রী;
খ) শিক্ষা জীবনের কোনো পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। 

বয়স (০১/০৩/২০১৬ তারিখে): (ক) মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।
(খ) মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। 

বেতন স্কেল : জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ১৬০০০-১৬৮০০-১৭৬৪০-১৮৫৩০-১৯৪৬০-২০৪৪০-২১৪৭০-২২৫৫০-২৩৬৮০-২৪৮৭০-২৬১২০-২৭৪৩০-২৮৮১০-৩০২৬০-৩১৭৮০-৩৩৩৭০-৩৫০৪০-৩৬৮০০-৩৮৬৪০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা। 

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে-

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...