Some important advice for BCS mathematics from Ariyan Ahmed

Some important advice for BCS mathematics from Ariyan Ahmed


গনিত নিয়ে কিছু কথা—- ( Repost )
BY DR. ARYAN AHMED
ASSISTANT COMMISSIONER OF TAXES
33rd BCS TAXATION
MBBS ( DHAKA MEDICAL COLLEGE )
বি সি এস পরীক্ষার জন্য ভালমতো গনিত প্রস্তুতি নিলে অন্যান্য পরীক্ষার প্রস্তুতিও হয়ে যায়, গনিত বিষয়ের প্রতি সবার বিশেষ নজর দেয়া উচিত কারন একমাত্র গনিতেই full marks পাওয়া সম্ভব, যারা গনিতে ভালো করে তাদের লিখিত পরীক্ষায় অন্যান্য বিষয়ের ওপর চাপ অনেকটা কমে যায়,গনিত মুখস্থ করার মত বিষয় নয়, গনিতে ভালো করার জন্য আপনি যেসব করতে পারেন ।
১- প্রথমে বিগত বছরের প্রিলি আর লিখিত পরীক্ষার প্রশ্নগুলো দেখে নিন, তাহলে আপনার ধারনা হবে যে কি টাইপ math সাধারনত চর্চা করতে হয়, প্রিলির সময়েই ভালমতো প্রস্তুতি নিলে লিখিত পরীক্ষার জন্যও আপনার প্রস্তুতি হয়ে যাবে
২- আপনি ssc এর বীজগণিত বই থেকে আগে অধ্যায় ভিত্তিক সূত্রগুলো দেখে নিন,এরপর ত্রিকোণমিতি ও পরিমিতির সূত্রগুলোও দেখে নিন, আপনি চাইলে একটি খাতায় সকল সুত্র লিখে ফেলুন, এতে আপনার লিখার সাথে সাথে একবার পড়াও হয়ে যাবে
৩- সেট, উৎপাদকে বিশ্লেষণ,অনুপাত,বাস্তব সংখ্যা,লাভ ক্ষতি,ধারা,লসাগু গসাগু,সুচক,লগারিদম,ফাংশন,সমাধান ইত্যাদি থেকে আগে সুত্র পরে উদাহরণের math গুলো করে ফেলুন,math কখনোই শুধু দেখবেন না, খাতায় করে ফেলবেন,নাহলে দেখবেন যখন দেখবেন মনে হবে পারবেন, পরীক্ষার হলে সমাধান করতে গিয়ে অনেক সময়েই দেখা যাবে যে সমাধান করা যাচ্ছে না, গনিত চর্চা করা আবশ্যক
৪- ত্রিকোণমিতির ssc এর সিলেবাসের শেষ অধ্যায়টা গুরুত্বপূর্ণ, সেটা বুঝে সমাধান করে ফেলুন,পরিমিতি থেকে উদাহরণগুলো দেখুন অধ্যায়ভিত্তিক,গনিত কখনো হাল্কাভাবে প্রস্তুতি নিতে হয়না,basic এমনভাবে clear রাখুন যেন যেকোনো টাইপের math আপনি সমাধান করতে পারেন, এর জন্য কি টাইপের math কিভাবে সমাধান করতে হয় সেটা আর সূত্রগুলো আপনার জানা থাকতে হবে, যারা অবশ্য গনিতের স্টুডেন্ট পড়ান তাদের প্রস্তুতি স্টুডেন্ট পড়ানোর সাথে সাথেই অনেকটা হয়ে যায়
৫- অষ্টম শ্রেণীর গনিত বই থেকে অধ্যায় ভিত্তিক পাটীগণিতের সুত্র আর উদাহরণগুলো দেখে ফেলুন, খুব কাজে আসবে,অধ্যায় ভিত্তিক math করে ফেললে আপনার basic clear থাকবে
৬- এছাড়া কোন math না বুঝতে পারলে বা বুঝতে কোন সমস্যা হলে আপনার বন্ধুদের থেকে যারা ভালো গনিত পারে তাদের সাহায্য নিন, দরকার হলে একমাস নিজে গনিত কারো কাছে পড়ুন,বি সি এস লিখিত পরীক্ষায় solid marks গুলো পেলে অনেক load কমে যায় আর সফল হবার সম্ভাবনা বাড়ে,গনিত ইংরেজি আর বিজ্ঞানে যারা ভালো করে তারা অন্যান্যদের চেয়ে অনেকটা এগিয়ে যায় ।
৭- এরপর বাজারের বি সি এস এর জন্য গনিতের যেকোনো একটা গাইড বই দেখে ফেলুন ধীরে ধীরে,গনিত দৈনিক আপনাকে চর্চা করতে হবে, ১-২ ঘণ্টা হলেও দৈনিক গনিত দেখুন, একবার মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেললে বিগত বছরের বি সি এস এর প্রশ্নগুলোর ওপর নিজেই একটা পরীক্ষা দিন, লিখিত আর প্রিলি ২ প্রশ্নেই পরীক্ষা দিন, আপনার দক্ষতা বাড়বে,যেকোনো math solve করার সময় আগে সমাধান না দেখে নিজে maximum চেষ্টা করবেন সেটা solve করার , যখন নিতান্তই পারছেন না তখন সমাধান দেখবেন, এতে নিজের গানিতিক চিন্তাশক্তি বৃদ্ধি পায়।
বি দ্র– আমি just একটু গাইড দেয়ার চেষ্টা করছি মাত্র, যারা নতুন তাদের হয়তোবা কিছুটা হলেও কাজে লাগতে পারে,সবসময় নিজের বন্ধুদের সাথে যেকোনো টপিক আর যেকোনো বিষয় নিয়ে আলোচনা এবং জ্ঞান শেয়ার করুন,আগেও বলেছি যে ২ মাস টার্গেট করে আগে নিজেকে প্রস্তুত করে ফেলুন ভালভাবে, পরে দেখবেন যেখানে পরীক্ষা দিচ্ছেন সফল হচ্ছেন, যেখানেই পরীক্ষা দিন না কেন সেখানকার বিগত বছরের প্রশ্নগুলো আপনার জন্য একটা গাইডলাইন ,আর সবসময় ব্যাতিক্রম আর atypical প্রশ্নগুলো avoid করার এবং সেগুলো নিয়ে মাথা না ঘামানোর চেষ্টা করবেন, প্রতিটা পরীক্ষায় কিছু প্রশ্ন just trap হিসেবে দেয়া হয়, যারা সেগুলো নিয়ে মাথা ঘামাতে থাকে তাদের পরীক্ষা খারাপ হবার সম্ভাবনা বাড়ে, প্রায় সবারই তো যেকোনো পরীক্ষার জন্য মোটামুটি ভালো প্রস্তুতি থাকে তারপরও কেন তারা পরীক্ষায় খারাপ করে, তারা যে প্রস্তুতি নেয় তার অর্ধেকটাও প্রয়োগ করে আসতে পারেনা, কারন একটাই wrong question selection, একটি পরীক্ষাতে যে প্রশ্নগুলো পারার মত এবং সহজ অবশ্যই সেগুলো আগে উত্তর করা উচিত, মনে রাখবেন যেকোনো ”examination is nothing but a psychological game” লিখায় কোন ভুল হলে ক্ষমাপ্রার্থী , ভালো থাকবেন,কারো দিকে না তাকিয়ে নিজের মত করে স্টাডি চালিয়ে যান, সফল আপনি হবেনই ,may god always bless you guys, good luck.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...